Logo

আন্তর্জাতিক    >>   ভারত প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার ঘোষণা

ভারত প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার ঘোষণা

ভারত প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা বজায় রাখার ঘোষণা

ভারত তার প্রতিবেশী দেশগুলোর বিনিয়োগের ওপর বিদ্যমান বিধিনিষেধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সম্প্রতি এ ঘোষণা দেন। তিনি বলেন, শুধুমাত্র বিনিয়োগের প্রয়োজনেই যেকোনো বিনিয়োগ গ্রহণ করা সম্ভব নয়; বিনিয়োগের উৎস দেশ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ।

এই ঘোষণাটি আসে এমন এক সময়, যখন চীনের সঙ্গে সীমান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হিমালয় অঞ্চলে চার বছর ধরে চলা সামরিক অচলাবস্থার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। তবে বিনিয়োগের ক্ষেত্রে এই বিধিনিষেধ মূলত চীনের ওপরেই প্রভাব ফেলছে বলে ধারণা করা হয়।

২০২০ সালে ভারত ও চীনের সীমান্ত সংঘাতের পর ভারতের পক্ষ থেকে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগের ওপর কঠোর পরীক্ষা-নিরীক্ষা চালানো শুরু হয়। এর ফলে ভারতে চীনা কোম্পানিগুলোর বিনিয়োগ প্রস্তাবের ওপর আরও কঠোর নিরাপত্তা প্রক্রিয়া চালু করা হয়।

বিশ্লেষকদের মতে, এই কঠোর পদক্ষেপের কারণে ভারত উল্লেখযোগ্য চীনা বিনিয়োগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষত বিওয়াইডি এবং গ্রেট ওয়াল মোটরসের মতো বৃহৎ চীনা কোম্পানিগুলো ভারতের বাজারে প্রবেশ করতে পারছে না। যদিও চীন থেকে আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং ভারতের সঙ্গে চীনের বাণিজ্য ঘাটতিও বেড়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert